Compare & Selected Property

Flat Renter Terms & Condition

১। বাসা ভাড়া নেওয়ার সময় বাড়ীওয়ালাকে অবশ্যই সঠিক তথ্য প্রদান করতে হবে। কোন ধরনের অসত্য বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে বাসা ভাড়া নিলে তার দায়ভার সম্পূর্ণ ভাড়াটিয়ার। 

২।  ভাড়াটিয়ার আইডি কার্ডের ফটোকপি এবং ২ কপি ছবি বাড়ীওয়ালার কাছে সরবরাহ করতে হবে।

। ভাড়া বাসায় বসবাসের সময়  কোন রকম বাসার সংস্কার-মেরামতের প্রয়োজন হলে বাড়ীওয়ালাকে জানাতে হবে। 

৪। বাসা ছাড়ার ২ মাস পূর্বেই বাড়ীওয়ালাকে বাসা ছাড়ার কথা জানাতে হবে।